Spanish football league La Liga will start from 12th of June

১২ই জুন লা লিগা ও ১লা জুন ইংলিশ প্রিমিয়র লিগ শুরু হচ্ছে

খেলা

আগামী ১লা জুন শুরু হতে চলেছে বন্ধ হয়ে যাওয়া ইংলিশ প্রিমিয়র লিগ। আর এক প্রসিদ্ধ প্রিমিয়ার লিগ, লা লিগা (La Liga) শুরু হচ্ছে ১২ই জুন থেকে।

করোনার দাপট এখনো কমেনি। গোটা পৃথিবীটা ঘরবন্দি। এরই মাঝে মাঠে বল গড়াতে চলছে। আসলে দীর্ঘদিন ধরেই মাঠে নেই কোন ধরনের খেলা। এতে ক্লাবগুলো যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্যদিকে খেলোয়াড়রা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। তাই খুব দ্রুতই মাঠে খেলা শুরু করেছে লা লিগা কর্তৃপক্ষ। বুন্দেশলিগা, লা লিগার পর এবার ইংলিশ প্রিমিয়র লিগ শুরু করার ক্ষেত্রে সবুজ সংকেত দিল ব্রিটেন সরকার। আগামী ১লা জুন শুরু হতে চলেছে বন্ধ হয়ে যাওয়া ইংলিশ প্রিমিয়র লিগ। আর এক প্রসিদ্ধ প্রিমিয়ার লিগ, লা লিগা (La Liga) শুরু হচ্ছে ১২ই জুন থেকে।

ইনিয়েস্তা একজন স্পেনীয় ফুটবলার, যিনি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেনআরও জানতে ক্লিক করুন …

লা লিগা কর্তৃপক্ষ -এর বার্তা:

স্প্যানিশ টিভি নেটওয়ার্ক মুভিস্টারকে দেয়া সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান লিগ প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। মৌসুম শুরু হলেও বাকি ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে হবে বলে জানান তিনি। মারণ ভাইরাসের প্রকোপ বাড়তে থাকলে গত মার্চ মাসেই বন্ধ হয়ে যায় লা লিগার ২০১৯-২০ মৌসুম। এরপর বিভিন্ন সময় বেশ কয়েকজন ফুটবলার, কোচ কোভিড-১৯ এ আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেন। এরপর অর্থনৈতিক ক্ষতির কথা ভেবে লিগ শুরু করতে এগিয়ে আসে লা লিগা কর্তৃপক্ষ।

ইতালিতে রোনাল্ডো দুই সপ্তাহের কোয়রান্টিনে – আরও জানতে ক্লিক করুন …

EPL 2020 চালু:

লিগ চালু করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ম্যান সিটির তারকা অ্যাগুয়েরো কিংবা চেলসির রুডিগার। এই সংশয় প্রকাশ করার পিছনে যথেষ্ট কারণ আছে। আসলে ব্রিটেনের তিন তারকা ফুটবলার করোনা সংক্রমণের জন্য গত তিন সপ্তাহ ধরে আইসোলেশনে আছেন। তাই ইপিএল চালু করার ক্ষেত্রে সরকারি সিলমোহর পড়লেও প্রিমিয়র লিগ নিয়ে কর্তৃপক্ষ অনেকটাই দোটানায়। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনও শুরু করে দেয় ক্লাবগুলো। জানা যায়, খেলোয়াড়দের করা করোনা টেস্টে পজিটিভ এসেছে ৮ জন। ভয় কিন্তু থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *