

কোয়ালিটি না কোয়ান্টিটি ? হার্ড টক এপিসোড-১৭। Hard Talk
কোয়ালিটি আর কোয়ান্টিটি’র (Quality vs Quantity) এই টানাপোড়েন নিয়েই আজকের “হার্ড টক” -এর বিতর্কমূলক আলোচনায় রানা সরদার’এর সাথে অংশ নিলেন …
Hard Talk: Episode-17: বোধবুদ্ধি সম্পন্ন মানুষ মানেই জানে –কোয়ালিটি’র সাথে কখনও আপোষ করতে নেই। কিন্তু, লক্ষীর ভাণ্ডারে টান পড়লেই কোয়ালিটি’কে ব্যাকফুটে ঠেলে দিয়ে কোয়ান্টিটি’র (Quality vs Quantity) পিছনে ছুটতেই হয়,,,।।
বর্তমান জটিল আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্যাপারটা আরও ভীষণভাবে প্রকট ।। যদিও অনেকেই এখনও আপ্রাণ চেষ্টা করেন কোয়ালিটি মেইন্টেন করার,,।। কেউ পারেন, কেউ পারেন না। তাহলে উপায় ???
কোয়ালিটি আর কোয়ান্টিটি’র এই টানাপোড়েন নিয়েই আজকের “হার্ড টক” -এর বিতর্কমূলক আলোচনায় রানা সরদার’এর সাথে অংশ নিলেন মুকুল সরদার (অর্থনীতি বিশারদ), কমল সরকার (প্রাথমিক বিদ্যালয় শিক্ষক) এবং অতনু প্রসাদ মন্ডল (নাট্য ও সিনেমা ব্যাক্তিত্ব)।