

আমেরিকার ‘Death Valley’তে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি (Death Valley) পৃথিবীর উষ্ণতম স্থানের বিরল রেকর্ড গড়েছে। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক-এ ১৯১৩ সালের পর সর্বোচ্চ …
নিজস্ব সংবাদদাতা: সবুজ তৃতীয় গ্রহ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। সাময়িক লকডাউনে গরম কমার কোনো লক্ষন নেই। গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে পৃথিবী। যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি (Death Valley) পৃথিবীর উষ্ণতম স্থানের বিরল রেকর্ড গড়েছে। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক-এ ১৯১৩ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা ১৩০ ডিগ্রি ফারেনহাইট (৫৪.৪ ডিগ্রি সে.) রেকর্ড করা হয়। এটি এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে জানানো হচ্ছে। বিস্ময়ে অবাক গোটা বিশ্ব।


প্রখ্যাত আবহাওয়া ইতিহাসবিদ ক্রিস্টোফার ব্রাট ২০১৬ সালে এক বিশ্লেষণে জানান, ১৯১৩ সালে ওই অঞ্চলের আরও কিছু তাপমাত্রার রেকর্ড ডেথ ভ্যালিতে ৫৬.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পক্ষে যাচ্ছে না। এছাড়া ১৯৩১ সালে তিউনিসিয়াতেও ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের কথা জানা গেলেও ব্রাট মনে করেন ওই তাপমাত্রার নির্ভরযোগ্যতা নিয়ে মারাত্মক সন্দেহ থেকে গেছে। তবে এই বর্ধিত তাপমাত্রা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ।
[ আরও পড়ুন ] জো বাইডেন হচ্ছেন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী
তীব্র তাপপ্রবাহের কারণে গত শনিবার বিকল হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র। ফলে টানা দুই দিন ধরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই অঞ্চল।
দেশটির পশ্চিম উপকূলজুড়ে তাপপ্রবাহ চলতে থাকায় এ সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে এনডব্লিউএস। যুক্তরাষ্ট্রের ঐ অঞ্চলে আগামী ১০ দিন তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
[ আরও পড়ুন ] উষ্ণায়নে কানাডার শেষ অক্ষত মেরু-তুষার প্রাচীরটি ধসে পড়ল
চলমান দাবদাহের কারণে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তিন মাত্রার জরুরি সতর্কতা জারি করেছে ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর। এই উচ্চ তাপমাত্রার কারণে হিট স্ট্রোক-সহ নানা ধরনের রোগ হতে পারে।