

World Coronavirus Update: ২০০ কোটি গৃহবন্দী – ২১০০০ মৃত
সারা পৃথিবীতে (World Coronavirus Update) গৃহবন্দি হয়ে আছেন ২০০ কোটি মানুষ। আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ৪ লক্ষ …
কিছুতেই স্বস্তির খবর মিলছে না। গোটা বিশ্ব ক্রমশ করোনার গ্রাসে হারিয়ে যাচ্ছে। থামানো যাচ্ছে না সংক্রামণের সংখ্যা। সারা পৃথিবীতে (World Coronavirus Update) গৃহবন্দি হয়ে আছেন ২০০ কোটি মানুষ। আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত করোনা সংক্রমণের শিকার ৪ লক্ষ ৬৭ হাজার ৩৯৩ জন। তবে সংক্রমণের এই ভিড়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৩ হাজার ৮০৮ জন। গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২,২৭৪ জনের। মৃত্যু বেড়ে হয়েছে ২১ হাজার ১৭৪। আশঙ্কাজনক অবস্থায় আছেন অন্তত ১৪ হাজার মানুষ।


বিশ্বের ১৮২টি দেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসের সংক্রমণ। করোনাভাইরাসে মৃতের সংখ্যার হিসেবে চীনকে টপকে গেল স্পেন। শুধু গত ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যুর পরে আজ সেখানে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৩,৪৩৪। সংখ্যার নিরিখে ইটালি এখনও এগিয়ে থাকলেও স্পেন পৌছালো দ্বিতীয় স্থানে। স্পেনের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭,৬১০ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও অবধি মৃতের সংখ্যা ১,০৩১। সংক্রামিত ৬৮ হাজারের বেশি। আমেরিকায় করোনার ভরকেন্দ্র হয়ে উঠছে অন্যতম বড় শহর নিউ ইয়র্ক। সেখানে আক্রান্ত ৩০ হাজার ছাড়িয়েছে।
ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, করোনার সাথে সুনামির আতঙ্ক – আরও জানতে ক্লিক করুন …
মাদ্রিদ এর প্রেসিডেন্ট ইজাবেল দিয়াজ বলেন, “সমগ্র মাদ্রিদের প্রায় ৮০ শতাংশের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে”। পাকিস্তানে স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যা ১ হাজার পেরিয়ে গিয়েছে। দশ দিন আগেও এই সংখ্যাটা ছিল মাত্র ৫৩। মারা গিয়েছেন ৭ জন। ইরানে করোনায় মৃত্যু ২০০০ ছাপিয়ে এখন ২০৭৭। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩১ জনের। সবমিলিয়ে মারা গিয়েছেন ১৩৩১জন। কাতার, সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত মৃত্যুর খবর নেই।