

আর্থিক সঙ্কটের মুখে পাকিস্তান দেউলিয়া ঘোষিত হতে পারে ৷
Pakistan May Be Bankrupt Due To Extreme Financial Crisis
পাকিস্তানে দুধের দামও লিটার প্রতি ১২০ টাকা ৷ খোলা বাজারে দাম আরও বেশি ৷ সেখানে লিটার প্রতি দাম ১৮০ টাকা ৷
পাকিস্তানের অর্থনীতিতে ঘোর দূর্যোগের ঘনঘটা। কারণ বিপুল ঋণে জর্জরিত গোটা পাকিস্তান। দেশটির বাজারে এখন প্রতিটি পণ্যের দাম অগ্নিমূল্য। ফলে দেশের অর্থনীতি প্রায় ভাঙনের মুখে। চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ৷ জানা যাচ্ছে,এখন পাকিস্তানে দুধের দামও লিটার প্রতি ১২০ টাকা ৷ খোলা বাজারে দাম আরও বেশি ৷ সেখানে লিটার প্রতি দাম ১৮০ টাকা ৷
সমস্ত সবজি, ফল, মুদিখানার জিনিস, পেট্রোল, জিজেল সবকিছুর দামই আকাশছোঁয়া হয়ে উঠেছে ৷ ১ কেজি টম্যাটোর দাম এখন ১০০ টাকা! নিত্যপ্রয়োজনীয় সমস্ত সবজি, ফল, মুদিখানার জিনিস, পেট্রোল, জিজেল সবকিছুর দামই আকাশছোঁয়া হয়ে উঠেছে ৷ এর ফলে সরকারি কর্মচারীদের বেতনসহ অন্যান্য ব্যয় মেটানোর পাশাপাশি প্রয়োজনীয় আমদানি ব্যয় মেটানোও অসম্ভব হয়ে পড়বে পাকিস্তানের সরকারের জন্য।


জানা যাচ্ছে, প্রতি লিটার পেট্রোলের দাম ছুঁয়েছে ১০৮ টাকা ৷ প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৯ টাকা করে ৷ লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ৪.৮৯ টাকা ৷ ২০১৩-র নভেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ৯.৪১ শতাংশ মুদ্রাস্ফীতি হয়েছে পাকিস্তানে ৷ মুদ্রাস্ফীতি কমানোর জন্য পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক ১০.৭৫ শতাংশ সুদের হার কমিয়ে দিয়েছে ৷
এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি সামাল দিতে না পারলে শীঘ্রই দেউলিয়া ঘোষিত হতে পারে পাকিস্তান ৷ দেশের অর্থনীতির হাল ফেরাতে সাহায্যের প্রত্যাশায় প্রধানমন্ত্রী ইমরান উড়ে যাচ্ছেন পাকিস্তানের মিত্র দেশগুলোর রাজধানীতে। কখনও যাচ্ছেন সৌদি আরবের রিয়াদে, কখনও বা চীনের বেইজিংয়ে। যেভাবেই হোক কঠিন পরিস্থিতি সামলাতে ব্যস্ত তিনি|
তীব্র অর্থনৈতিক সঙ্কটের মুখে হাবুডুবু খাচ্ছে পাকিস্তান। এর মধ্যেই নির্বাচন জিতে গত আগস্টে ইসলামাবাদের মসনদে বসে ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকার। কিন্তু উত্তরাধিকার সূত্রে তার সরকারের কাঁধে চেপে বসে আগের সরকারগুলোর রেখে যাওয়া ঋণের বোঝা।
ইতোমধ্যেই আষ্টেপৃষ্ঠে চেপে বসেছে প্রধানমন্ত্রী ইমরান খানের কাঁধে।এ অবস্থায় ইমরান খান সরকারের বর্তমানে ‘শ্যাম রাখি না কূল রাখি’ অবস্থা। আইএমএফ এর থেকে ঋণ নেয়া হলে তাদের শর্তের বেড়াজালে আটকা পড়তে হতে পারে পাকিস্তানকে। এতে পাকিস্তানের অর্থনীতি দীর্ঘমেয়াদী সঙ্কটে পড়বে বলে হুঁশিয়রি দিয়েছেন দেশটির অনেক অর্থনীতিবিদই।