

পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে
শারীরিক ভাবে অসুস্থ হওয়ার কারণেই শীর্ষ পদ থেকে সরে যেতে চাইছিলেন শিনজো (Shinzo Abe resigns)। খুব সম্প্রতি তাকে দু’বার হাসপাতালে যেতে …
নিজস্ব সংবাদদাতা: জাপানের পরিস্থিতি খুব বিপর্যয়ের নয়। অথচ তারই মধ্যে সেই দেশের প্রধানমন্ত্রী অবসরের সিদ্ধান্তই নিলেন। জানা যাচ্ছে, শারীরিক ভাবে অসুস্থ হওয়ার কারণেই শীর্ষ পদ থেকে সরে যেতে চাইছিলেন শিনজো (Shinzo Abe resigns)। খুব সম্প্রতি তাকে দু’বার হাসপাতালে যেতে দেখা গিয়েছিল। আর তারপর থেকেক্রমশ তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা শুরু হয়। এর আগে দীর্ঘ সময় ধরে আলসারেটিভ কোলাইটিসের কারণে অসুস্থ ছিলেন জাপানের জনপ্রিয় প্রধানমন্ত্রী শিনজো।


জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এই খবর জানিয়েছে। তার স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে জানানো হচ্ছে। একেবারেই চিকিৎসা সংক্রান্ত কারণে দ্বিতীয়বারের মতো ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী শিনজো। এর আগে অন্ত্রে প্রদাহের সমস্যা নিয়ে ২০০৭ সালে, তিনি এই ক্ষমতা ছেড়েছিলেন। কিন্তু জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে জয় নিয়ে ২০১২ সালে তিনি আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। অবশেষে শিনজো আবের পদত্যাগ কার্যকরী হতে চলেছে। জাপানে আসতে চলেছেন নতুন প্রশাসক, সেই নিয়ে পুরো দেশে জল্পনা তুঙ্গে।
[ আরও পড়ুন ] নিউজিল্যান্ডের মসজিদে হামলার বিচার – যাবজ্জীবন !
শিনজো অ্যাবের চেয়ে এতে বেশি সময় ধরে জাপানে আর কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারেননি। এবার তিনি আরও বছরখানেক দায়িত্ব পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে। এদেশের লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রধান হিসেবে আগামী বছরের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হবে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে আলোচনায় উঠে আসছে দেশের অর্থমন্ত্রী আসো’র নাম। দক্ষ এই রাজনীতিবিদ অর্থ মন্ত্রকের সাথে উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন।